রাত যত গভীর হতে ভুলে যায়
তারো বেশি অন্ধকারে-
জরো-সরো দুটি মুখ থেকে যায়;
বহুদূর নির্জনতা বাঁচিয়ে,
তুমি শব্দ
বাতাসে এলোমেলো চুল
যখনি মুখে এসে ছুঁয়ে দেয়
মনে হয় বেঁচে আছি আমি,
তুমি ঘুম
নীলে নীলে ডুবে থাকা
আকাশটার নিচে দাঁড়িয়ে
ভেবে চলছি-
নক্ষত্রগতি আরো মন্থরতায় ভেসে থাক
বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা,
কনিষ্ঠা, চেটো জুড়ে তোমার আদর
লেগে থাক,
তুমি ঘ্রান