এই প্রকাণ্ড শহরে,
অন্ধকার যখন হামাগুড়ি দেয়
চারিপাশ তখন প্রচন্ড আহত;
সারাদিনে তেঁতে ওঠা পিচ-
রবার টিউবের নিচে আর্তনাদ করে
গতির সমীকরণে
ধেয়ে আসা বাতাস আর
ভাবনা গুলোকে ফেলে আসা শুধু
মিশোরী এখন আমি ক্লান্ত হই;
ঘায়েল হওয়া দিন গুলোর পাশে
নিস্তেজ শরীরটা পড়ে থাকে,
বিতাড়িত কুকুরের মত
মিশোরী এখন রাত গুলো বড় বেমানান
আরো বেমানান-
অ্যস্ট্রেতে জমে থাকা না-ঘুমের রাত গুলো