দূরত্ব এখানে দুঃসাহস দেখায় খুব-
তাই সূর‍্য যখন জলের নিচে ডুব দেয়,
নগ্ন লাগে;
চার পাশের এই অবিচল শূন্যতা,
গভীর থেকে আরো গভীরের-
টেনে নেয়;
ভেজা ঠোঁটে অতলস্পর্শি বুদ হয়ে থাকা-
রোজ রোজ
কোথাও সুর বাজে হামাগুড়ি দিয়ে ছুঁতে যাই,
পারি না!
শব্দহীন একটা কৌটোয় দুমড়ে নিয়েছি নিজেকেই
তারপর তল থেকে অতলে হারিয়ে যাচ্ছি শুধু,
ঢুকে যাচ্ছি এমন কোথাও যেখানে থাকার অনুমতি-
এখন আর আমার নেই;
এই স্বাধীনতাই আমার পরাধীনতার শাস্তি
আমি শব্দ বন্দি,
আঁধার বন্দি,
দূরত্ব বন্দি,
আর সংকোচহীন কিছু স্মৃতিগত বন্দি