জলপাই রঙের সন্ধ্যা মেখে এসেছিলো মুখে;
জ্যোৎস্না সেদিন দেহত্যাগি হয়ে-
চেপেছিলো বেগুনী মেঘের পিঠে;
তাকে দেখতে পাইনি
মেঘ হল অন্তরায়।।
এখন আমি গুহাবাসী
অন্ধকারের চোয়ালে দেই রাত ঘুম
এখন আমি ফুসফুসে অক্ষমতা নিয়ে ঘুরি
মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে গেলে বিষম খাই
এখন আমি ভালো নেই
প্রতি রাতে জলপাই রাঙ্গা মুখ ঝাপ্সা দেখি