নেল পলিস হীন কয়েকটা আঙ্গুল চাই;
যে আঙ্গুল গুলোর সাহসী আচরণে-
আমার বুকে ও চুলে তার অবাধ বিচরণ


না নাহ! আমার আস্ত একজোড়া নরম হাতই চাই;
কখনো সখনো এক গুচ্ছো কাঁচের চুড়ি গলিয়ে,
ঝনঝন শব্দে মাতিয়ে রাখবে আমাকে
আবার প্রতি রাশ উৎসবে;
সেই হাতের তালুবন্দি হয়ে-
আমার চেটো ঘামে নেয়ে উঠবে


আমার কাজল পড়া দু'দুখানা চোখ চাই;
যে চোখের অন্তিম গহবরে-
লুকিয়ে থাকবে আমার জন্য নির্মোহ মমতা
আর মাঝে মাঝে অভিমানে উছলে পড়বে
ঝকঝকে মানবীয় জল;
বর্ষার পদ্মপুকুরের মত


সেই সাথে আমার একটা ঠোঁটও চাই;
পাতলা বা মোটা হলে,
আমার তেমন কিছু যায় আসে না
তবে ভিষন রকম সংকোচহীন ও নির্লজ্জ হলে ভালো হয়;
আমাকে চুমু খাবার বেলায় আরষ্ঠো হয়ে
পড়ে থাকলে চলবে না


তুলতুলে দুটো পা দরকার খুব;
আমার উরুর উপরে নিজেকে সমার্পণ করে বলবে,
কই গো! নুপুর পরিয়ে দাও


আমার ভিষন রকম করে তোমাকেই চাই;
আরেকটা দীর্ঘ কবিতা কিনবা
দীর্ঘশ্বাস নয়