জীবন কিশলয়
শান্ত করো
হাসি খুশি রাখো
তোমার ব্যার্থতার হুলে
জীবন কে ফুটো ও তিক্ত করো না
জলের স্রোতে
জীবনের অসুবিধাকে ভাসিয়ে দাও
বন্ধু করো
তুমি শিল্পী অতএব ক্ষমাশীল
অকৃতজ্ঞতা ও উৎসাহী দাঁত কে সংযমী করো
যদি তোমার শ্বাস বিষ ছাড়ায়
মনের কপাটিতে শুদ্ধ করো
ছলকারীর বন্ধুত্ব মৃত্যুসম.