আমার কোনো ইচ্ছে নেই ,তাই ইচ্ছে রা আমায় ঘিরে ধরে।
আমি রাতে ঘুমাই ,তাই স্বপ্ন দেখতে পারি না ।
আমি সত্যি বলি না ,তাই মিথ্যুকরা ভয় পায় ।
আমি  বিশ্বাস করি না , আমায়  সবাইবিশ্বাস করে।
আমি পথে একলা চলি, আমায় দেখে ভীড়।
আমি অতি তুচ্ছ ,চায়ের টেবিলে আমায় নিয়ে ব্যাস্ত।
আমি অবিচক্ষন,  বিচক্ষনেরা অবিচল।
আমার ঢেউ আছে কিন্তু সমুদ্র নই.
উচ্চতা আছে পাহাড় নই
আমি নেই কিন্তু আছি
আমার সৃষ্টি আছে ধংস নেই
আমি অন্ধ ,কিন্তু দেখতে চাইলে দেখতে পাই ।
আমি সবকিছুর বিকল্প ,আমার বিকল্প কিচ্ছু নেই ।
প্রেমে আমি পড়ি না, প্রেম আমায় দেখে পড়ে যায় ।
তাই আজও গাঁটছড়া বাধা হলো না।