স্বপ্ন দেখার ফাঁকে,
ঘুমটা গেলো ভেঙে ।


তাকিয়ে দেখি; বেজেছে ন’টা ,
অফিস যেতে হবে,
আর নয়; শুয়ে থাকা ।


তড়িঘড়ি ;হুড়োহুড়ি,
চিৎকার চেচাঁমেচি,
অফিস যেতে হবে,
নইলে খেতে হবে ,বসের সুড়সুড়ি ।


বাস ট্রাম ট্রেন বাস ,
ঘেমে নেয়ে একসার।
অফিসেতে গিয়ে দেখি;
চোখ দুটো করে লাল ,
বস খায় ঘুরপাক ।


গুটিসুটি চুপচাপ,
চেয়ারতে বসে আজ;
প্রাণ করে হাঁকপাঁক।


ফাইলের বোঝা দেখি ,
পাহাড় ছুঁয়েছে আজি
কত কাজ ;কত কাজ,
মাথায় পড়েছে বাজ।


নাকমলা কানমলা;
বসের গুতো গাতা ,
শুধুই হয়রানি ;
জোটে নি প্রশংসা ।


চোখদুটো কপালে তুলে,
পেন্ডুলামের দিকে চেয়ে ....
হটাৎ এলার্ম শুনে,
চোখ খুলে হতবাক ,
ঘুমিয়ে ঘুমিয়ে করেছি !
এত কাজ।।,