পেয়েছে যা ,
ছুড়ে ফেলে গর্বের পদাঘাতে ।
আনন্দে আছে, অব্যক্ত ব্যথা।
প্রাপ্তির বেদনা ,সুপ্ত অশ্রুতে ।
চিবুক ভেজে না ঝড় ওঠে,
হৃদয়ের আঙিনাতে।
স্নিগ্ধ হাসির ছোঁয়া,
মেতেছে প্রলয় ঝড়ে।
শত্রু লুকিয়ে ,বন্ধুত্বের মুখোশে,
বিপদ সম্মুখে।
নিজেকে বিলিয়ে, চেনো নিজেকে ।
মৃত্যু বীজ রোপন করি, নিজেরই অজান্তে ।
সত্যের পরিপূর্ণতা গ্রাস হয়,
মিথ্যের আশ্রয়ে ,ক্ষনিকের তরে ।।