হারাবে জেনো সুখের মুখ
রচিয়াছ কিসের আলয়, দিয়ে মাতারে দুঃখ?


বৃদ্ধাশ্রম এ বেচে দেওয়া সুখ
জেনো কিছুদিন পর তোমার ও ধরবে অসুখ
হারাবে জেনো সুখের মুখ
রচিয়াছ কিসের আলয়, দিয়ে মাতারে দুঃখ?


বৃষ্টি হলে তারাব্রেলা খুঁজিতে যায়
বিকেলের পড়ন্ত রোদ বৃদ্ধাশ্রম ঝিমায়
চোখে ভারী পাওয়ার বৃদ্ধা সন্তান খোঁজে
আধুনিক সন্তান মাতার আশ্রয় ছেড়ে তারাব্রেলা চায়!


ঝড় হলে বিহঙ্গী আশ্রয় খোঁজে
হানা দেওয়া আতঙ্কে কাঁপে
তবুও ডানার বাসায় সুরক্ষা মাপে


আধুনিক সন্তান দাঁড়িপাল্লায় মাপে মায়ের প্রয়োজন
ভরা পুকুরে হাতড়ে বেড়ায় জল
বৃদ্ধাশ্রম এ ফেলে আসে সুখ-স্বজন
হৃদয়ের টানে রয়েছে যে যোগ
সেই তো আপনজন।


বহুখোঁজে তারাব্রেলা পেলেও
মায়ের আঁচল পাওয়া হয় না ছেলের
পড়ন্ত বিকেলের ছানিপড়া দুচোখ
খুজেঁ আপনজন, সুখের মিথ্যা মাথায়  
তারাব্রেলা আশ্রয় অভিলাষী ছেলে
সুখ হাতড়ায় উত্স কে বৃদ্ধাশ্রমে ফেলে!


রচিয়াছ কিসের আলয়, দিয়ে মাতারে দুঃখ?
হারাবে জেনো তুমিও সুখের মুখ।
বৃদ্ধাশ্রম এ বেচে দেওয়া সুখ,
জেনো কিছুদিন পর তোমার ও ধরবে অসুখ!