ঢাকের গুড়গুড় নাকি মেঘের?
বিষাদনীলিমা আজ হৃদয় ডুকরে ওঠে
খুশির শেষে জল জমেছে মাঠে।
বিজয়ার বিদায় ক্ষনে কষ্টানুকাব্য জমেছে মনে
ছোট ছোট গল্পগাথা ধুলোবালিময়
ফ্যাকাশে আকাশে নষ্টালজিয়া উঁকি মেরে যায়
পূজার শেষে আজও কেন নাশকতার বারুদ হানায়?
ঝরনার দরকার ছিল কি দশমীর সকালে
জয়েসে'র সে অ্যারাবিক মুহূর্তের অবসান
প্রকৃতির হৃদয় কেন পাথুরে পাষাণ?
খুঁজে দেখার দিন শুরু হোক তবে আজ
নতুন করে সাজাই প্রকৃতির সুস্থ সাজ
শরতের কালো মুখ ভালো লাগেনা
সরালে দূষণের বাতি, ভাবনা রাগেনা।
বিদায় হোক তবে অশুভের সাথে অন্যায়
জাগ্রত হোক সততা ন্যায়, বিজয় নিশ্চিত হোক  
ভেসে যাক চরাচর জ্ঞানালোকের বন্যায়।