বাড়তে বাড়তে আকাশচুম্বী আশা
পাতাগুলো কখন যে চুপ সে খেয়াল নেই,
খেয়াল নেই কখন পেঁজা তুলো গুলো
কালো হয়ে ঝুল জমেছে মেঘের গায়ে।
হুঁশ হারিয়ে কখন সেই সেলফি তুলতে ব্যস্ত হাতে
কড়া পড়ে গিয়ে সাহায্যের হাত স্বার্থপর
কখন সেই পরমত সহিষ্ণুতা ডুবে গেছে হুঁশ নেই৷
গাছ কাটতে কাটতে বিল্ডিং এর জঙ্গল ভালোই উঠেছে টাওয়ার সমান উচ্চতা নিয়ে।
চারকোনা বাক্সে ঠান্ডা স্রোত বইয়ে দিলে
এয়ার কন্ডিশন হয়ে উঠে।
শরতে ও তাই হিট - ওয়েভ, শীতে বইছে লু
কিসের জন্য বলতে পার? - এতো সবার জানা ক্লু
আকাশ এখন আর কি দেখায় ব্লু ?
কালো ধোঁয়া ছড়িয়েছে বাতাস
এই তো পরিনাম ছিল - এখন কেন হাহুতাশ?
আনন্দের মাঝে বিরহের সুর নবমীতে ও
প্রেমের স্পর্শ হারিয়েছেন দম্পতি ও।
ডেকে আনা সুখের ঘরে বিদেশী অসুখ বেঁধেছে বাসা
আশাগুলো যে সীমা ছাড়িয়ে হয়ে গেছে লালসা!

কিছুদিন পর সব রাস্তা বন্ধ : নেই পরিত্রাণ
মাতৃ আরাধনা কেন বিকৃত? অশুভ করিয়ে স্নান
উপত্যকা ছেয়েছে অসুরে অসুরে?
জাগো মা, বাঁচাও মা ... বিনাশ হোক অশুভের
শুভ বোধ জাগরিত হোক মননে, প্রকৃতিতে।


হাত বাড়ালেই মায়ের আশীর্বাদে ঝরে পড়বে মুক্তি
আগুনের লেলিহান শিখায় ঝরে যাক অপসংস্কৃতি
বর্ণের অক্ষর প্রতিবাদ করুক অন্যায়ের
বর্ণের  অক্ষর প্রার্থনা করুক মায়ের চরন
বর্ণের অক্ষর প্রতিবাদ করুক অশুভের
বর্ণের অক্ষর প্রার্থনা করুক জগজ্জননী র।