উষ্ণায়ন যেন গিলেছে শিল্প
গরম হাওয়ায় গরম কথায় ক্ষিপ্ত কবি
সহিষ্ণুতা আজ উবে গেছে, আক্রোশী রং এ ছবি!
পরদল, পরমত, পরধর্ম আজ ভীষণ পর
যুক্তি হারিয়ে আমরা ভীষণ ভীতু
আক্রমণ তাই শেষ ভরসা, হতে থিতু।
সঞ্চয়ী হওয়া কঠিন ভীষণ
শব্দগুলো তীর হয়ে যায়
অন্য কারুর বুকে বারুদ হানায় বিদ্ধস্ত করে
কবির বিবেক দেয় সায়?
সচেতন হোক শিল্প, রাজনীতি বা ব্যবসা।
কবি তো সহানুভূতিশীল
বোধ কি হারিয়েছেন শ্লীল নাকি অশ্লীল?
অন্যের বাঁচার অধিকার হনন আসলে
নিজের উপর কুঠারাঘাত চালে!
অন্যের ভাষাকে আঘাত মানে
নিজের ঠোঁটে প্লাস্টিকের আস্তরন
হে নাবিক, তুমি ভুলিয়াছ সন্তরণ?
কেন তবে এ আক্রমণ? কেন এই আক্রোশের হানা
রাজনীতির রংগুলোর নেই কেন ভালোবাসা জানা?
আসুক যদি আসে সেই দুপুরের রংধনু, বেশতো
ভালবাসা বুকে নিয়ে স্বপ্নের রং হবে আমাদের দেশতো!