সেই পথ দিয়ে যেতে হয়
যে পথে লাল মাটির মোরাম মাখে জংলী রাস্তা
কাঠুরে পথে যেতে হয়
কয়লা খাদানের পাশ দিয়ে যাওয়া মরন
আঁকা বাঁকা সবুজ ক্ষেতের মধ্য দিয়ে যে পথ গেছে
সে পথ দিয়ে ও যেতে হয়।
কংক্রিটের যে পথ ঊষর মরুর বুক
ধ্বংসের সাজানো মৃতস্তুপ
সে পথ বেয়ে যেতে হয়।
কালো পিচ গলা রাস্তা আঁকে তোমার অবয়ব
নিরুত্তাপ পায়ে হেঁটে যেতে হয়।
সভ্যতায় প্রাগৈতিহাসিক পায়ের ছন্দ এখনো শুনবে
কারন আমাকে হাঁটতে হয়।