নতুন সকালের থেকে ধার নিলে হাসি
আশা জাগে হাপিত্যেশ মনে
নতুন সকালের থেকে ধার নিলে ঔজ্জ্বল্য
বাসি হয়ে যাওয়া হাসি ভুবন ভোলায়।
জীবনের যান্ত্রিক দৌড় কেড়ে নেয় হাসি
বন্ধুদের জন্য বেঁচে থাক ভালোবাসাবাসি
নির্মল সখ্যতার অনাবিল হাসি ভীষণ দামি
হৃদয়ে ছড়ায় কি সুখ, শুধু জানে অন্তর্যামী।
উদ্বাস্তু হৃদয়ে স্থিতিশীল থাক এ হাসি
এ হাসি হৃদয়ের, নির্মল আনন্দের
ছুঁয়ে যাক নরম মন ফের বসন্তের।