সুর তুলে সকাল থেকে বিকালে
গরম বাতাস বয়ে যায় খেজুরের ডালে
হাঁসেদের ডাক ভাসায় বিলপুকুর
শুকনো পাতাতেই বেশি ওঠে সুর
কী ভীষন কাঠ ফাটা রোদে শুকিয়েছে মাঠ
প্রকৃতির থেকে আজো নিতে হবে পাঠ।  
বনানীর শুকনো পাতায় যদি এত সুর রয়
সুর ময় কেন হবে না হৃদয় ?