মরুভূমির মরুচিকার দিকে ছুটে ছুটে আজ আমি  ক্লান্ত
কখনো বা রাজি কখনো বা না শুনে শুনে আজ আমি শান্ত।।
একটু একটু করে দিলো সে কষ্ট
হয়েও হলো না প্রেম স্পষ্ট।।


চেয়েছিলাম শুধু একটু ভালোবাসা
তার সেই কঠোর হৃদয় বুঝলো না আমার প্রত্যাশা।।
জীবন হলো দুর্বিসহ রইলো না হৃদয়ে কোনো প্রাণ
আমার তাই অপেক্ষা শেষ দিব আমি হৃদয়ের জান ।।
(এটা কিন্তু   প্রেম নিয়ে কবিতা নয়)।    
এটা প্রকৃতি নিয়ে)