হে  প্রকৃতি তুমি কিরুপ বুঝিতে না পারি
কখনও নিষ্ঠুর কখনওবা দয়ালুতে চলে তোমার তরি।


দেখি আজও তুমি করেছ কত মহামারি
কত মানুষের  চিৎকার   কত ঘরছাড়ি।
  
দেশের কর্মিদের মধ্যে আজও ছলেছে লড়াই
করছে তারা আজ নিজেদের মধ্যে বড়াই।


হে ভগবান বলো কেন তুমি বাড়তে দিচ্ছ তাদের তরি
ধ্বংস করে দাও যারা আজ মানুষের মধ্যো কলঙ্ক দিয়েছে ভরি।


তোমার ভাষা তোমার আশা তোমারি  জল
তোমাকে ছাড়া বাঁচতে পারে কি  কোনো ফল।


দাও দেখিয়ে তোমার শক্তি  সেদিন ভাঙবে  তাদের বল।
জানবে তারা সবার উপরে আছে সে যাকে তারা এতদিন করেছিল ছল।


মৃত্যুর পর ভাববে তারা রুপ  যৌবন টাকা কড়ি এই সবই শুধু ছল
ভাঙবে তাদের অহংকার ভাঙবে তাদের বল
পারলো না তারা থাকতে এই পৃথিবীতে গড়তে তাদের বল।