আজ সময় বদলে গেছে
তাই বুঝি বির্বতনের হাতধরে
তুমিও বদলে গেছো
একা এই নিঃসঙ্গতার নীর্বিকারে
আমার বিচিএ দুঃখের সমাবেশ


জ্বলন্ত অনুসূচনায়
পরিতৃপ্ত আমার অবচেতন মনে
অসঙ্কীর্ণ দ্বিধাহীন অব্যক্ত
চির নিস্তব্ধ মনের গভীরে
আমার ব্যর্থ জীবনের এক
ঐতিহাসিকের দীর্ঘশ্বাস
আজ সমস্ত নিরর্থক অভিমান
যেন অবসান লভিয়াছে
দু-চোখের জলে,


ব্যথিত পরাণ
আমি নিঃস্ব হলাম
ভাঙ্গিল বিশ্বাস,অতীতের স্মৃতি
বুকে স্বপ্নের কারাবাস
যেন এক শতাব্দীর পূর্ণতা পেল !!