হে বিজয়ী বীর,
তুমি যুগে যুগে জ্যোতির্ময়
জীর্ণ জাতির অনুপ্রেরণায়
নব প্রভাতের রক্তীম সুর্যদয়
এখনও তোমার কন্ঠে শুনি
প্রতিবাদী আওয়াজ,
তাই বিদ্রোহীতা জেগে ওঠে
শিরায়, শিরায়
স্বদেশ ভুঁইয়ের প্রতি
জাগালে যে নিরলস প্রেম
সে প্রেম মিশে আছে
রক্তে সকল ভারতবাসীর
তুমি জাগালে স্বাধীন চেতনা
যত হীনবল,দিনদুঃখির
হে মহা যোদ্ধা !
তুমি উদ্যত করিলে প্রাণ
এক মহাজীবন
মহা যুদ্ধের রণক্ষেত্রে
হে ভগবান,না জানি কত বীর
বিপ্লবী শহীদদেরা
তাদের বুকের রক্ত
এই মাটিতেই দিয়ে গেছে
অবিরাম !
জয় হে,তব অমর বলিদানকি
লহ মোর বিনম্র প্রনাম
আজকের স্বাধীন মাতৃভূমির ।