হে পৃথিবীর কবি,
বিংশ শত্বাদীর শ্রেষ্ঠ তুমি
কবি গুরু রবীন্দ্রনাথ
মনে আজ তোমারে
করিনু স্মরণ
আমি একজন
লহ হে, লহ মোর
সহস্র প্রণাম
তোমারি যে জ্ঞান
আমি লভিয়াছি অন্তরে
আন্ধারের ভ্রুকটি ছিঁড়ে
মহাবিশ্বের জাগরিত
এই ভাস্বরময়ে
আজও আমি খুঁজেতেছি
এক মহাপ্রাণ
মহা মানবের দেশে
তুমি যে কালের বন্ধু হে
প্রতিদিনকার মধুর
উজ্জ্বল নক্ষত্রের মতো
দীপ্ত মানুষের মনে
জীবন ও যৌবনে
স্বভিমানে, অভিমানে
উচ্ছাস, উপহাসে
ক্রন্দনে, কোলাহলে
তুমি কৌতুহলে
তুমি সত্য
তুমি পরম সত্য
এক আত্মার বহু উপলদ্ধি
বহু জীবনের দৃঢ়
বিকশিত শক্তি
তুমি অনন্ত, তুমি অদ্ভুত
তুমি মহা দানবীয় রুপ
মানব ও মানবতার
মহা মনিষীর
চির শ্রেষ্ঠত্ব আসনে !!