জয় মা বিদ্যাংদেহী দেবী সরস্বতী
কৃপা করো মোরে ঘুচাও র্দুগতি,
সহসা প্রাণে বাসনা জাগিল বড়ো
তাই ধরিনু এ কলম আজি,
জানি না আমি কি লেখিব হায়
লেখাবে তো তুমি জানি,- মা
তোমার চরণধুলি আমার ললাটে তুলি
করি উপাসনা,
এ করুণ বন্দনা গায়
পুর্ণ করো দেবী আমার বাসনা
দাও সে-দিব্যজ্ঞান
লেখিবার মতো সু-বুদ্ধি
আমি যে মা বড়োই হীন,দিনদুঃখী
মূর্খ মুঁই নীচ অতি
জনম-বৃথা,
জ্বালাও জ্ঞানের দ্বীপ
আমার এ ষ্নিপ্রদ্বীপ অন্ধকার জীবনে
বড় স্বাদ হয় মা হেরিতে ভুবনে
পারিনু না আজি দু'নয়ন চাহিতে তবু
চাহিলাম শুধু তোমারে প্রাণ পনে ।।