রাধা হাসলেই অমৃতের ধারা


কৃষ্ণ তোমার বাজাও বাঁশি
বাজাও কৃষ্ণ দেহের বাঁশি;
রাধার হাসি ভালোবাসি
ভালোবাসি রসের হাসি;
সপ্তসুরে বাজাও বাঁশি
হাসুক ধরা রাশিরাশি।


রাধা হাসলেই অমৃতের ধারা;-
কেমনে বাজাও, কৃষ্ণ? মুগ্ধপারা!



প্রোফাইল আপডেট


ভ্রমণে দূরে যাওয়া ইথারেও
বুঝি মন বুঝে নেয় ভ্রান্তি
পায়ে জড়ানো ক্লান্তি বুকে উঠে এলে
প্রবাসী মুখ চোখ তোলে
সমূহ চোখের আড়ালে;


রসিকের মন চাতক-চেতন
উত্তরী হাওয়ায় চেয়ে থাকে সর্বক্ষণ;
উত্তরী বৃষ্টি হলে রাধা আজ
ভাঁজ খুলে খুলে ভেজাবো তার
যতো সব সৃষ্টির লাজ।