আমি এখন শোকাহত ,
তোমার হাহাকারের ব্যাকুলতা আমি বিচলিত|
আমি ব্যথিত , তোমার জন্য
তোমার প্রিয়জনের রক্তে আমি মর্মাহত|
তোমার আকাশ ভেদী কান্নায় আমি শিহরিত
তোমার ছেলের বুকের রক্ত মাখা জামার দাগে-
আমি সত্যিই লজ্জিত|
কিন্তু আমি সুধু এটাই পারি করতে তোমার জন্য
আমি পারিনা ক্রোধে উন্মাদ হয়ে
পৃথিবীর সব অশুভ কে শেষ করে দিতে,
আমি পারিনা তোমার ছেলের বুকের রক্ত কে তার প্রাপ্য সন্মন জানাতে|
আমি পারিনা আবার একটা সন্ত্রাস আটকাতে,
আমি বড়ো অসহায় , আমি সুধু জানি যন্ত্রণার জ্বালায় মরতে|
আমি সুধু চেয়ে থাকি , হয়তো একদিন কেউ আসবে ,
হয়তো সে সবার বুকে ভালোবাসার স্পর্শ ছোযাবে,
উন্মাদ সম মানুষের প্রাণে ভালোবাসার বীজ বুনবে|
এ দুনিয়া হবে সুধু ভালোবাসার মানুষের
হিংসা হবে কোনো এক কালো রাতের  হাহাকার|
হয়তো  তুমি আমি  থাকবো না ,
হয়তো থাকবে আমাদের সন্তান রা-
তাদের কাছে যেন
হিংস্রতার মানে হয়, মানুষের কোনো এক কালো দিনের ইতিহাস|