এখন ভালবাসা হয়ে গেছে অনেক সহজ
এখন আর পড়েনা দরকার –
প্রেমিকের কম্পিত হস্তের গোপন সেই কাগজ ।
সহসা যেন কবে থেকে-
যান্ত্রিক হয়ে গেল ভালোবাসা,
অনুভূতি হয়ে গেল অচল
প্রেম হয়ে গেল যৌনতা,
এসবই তথ্য প্রযুক্তি যুগের ফসল ।
ভাল লাগার লগ্নে হয়না আর ভালবাসার শুরু
ভালবাসা ? হয় উন্নত বুকের লোলুপ চাহনিতে,
ভালবাসা, প্রেম মিশে যায় খোলা পিঠের কামনার স্পর্শে,
অনুভূতির খুশী বা বেদনা-
ঝরে না পরে আর পদ্য হয়ে
মন হয়না আর বেদনা ক্রান্ত ,
একটি বার না দেখা হলে।
ঘন কালো কেশ হয়না আর বিন্যস্ত,
শোভিত লাল ফুলের ছোঁয়াতে
ভালবাসার শুরু, এখন আর হয়না প্রেমিক প্রেমিকার -
কোমল হৃদয়ের ধুকপুকানি তে।
ভালবাসার রঙিন স্বপ্ন শুরু হয় এক কলুষিত মন নিয়ে-
চর্চিত চর্বণ বিছানার আলস্য শয্যা তে।
ভালবাসা ? হয়ে যায় নিঃশেষিত হালকা আগুন আকাশের হাতছানি তে।
ভালবাসা আজ তুমি এক হারিয়ে যাওয়া অতল গহ্বরের স্মৃতি
জগত সংসারে হারিয়েছ বেঁচে থাকার আকুতি।
হয়তো ভালবাসা, তুমি নও আর বেঁচে থাকার গান
এখন তুমি হৃদয়হীন কামনায় হারিয়েছ মান।
তবে বন্ধু-
খুঁজে দেখ যদি পাও কোনদিন তাকে
সৃষ্টির শুরু হয়েছিল যার পাকে,
বলবে এখনো আছি ,আমি তুমি কোমল হৃদয় নিয়ে হাতে
অপেক্ষা-মান,বহু যুগ হতে তোমাকেই আবার কাছে পেতে।