ঝর থেমে গেছে
কালো নিকষ অন্ধকার
শেষ হয়ে আবার দেখা যাচ্ছে
সূর্যের সোনালী আলো।
বৃষ্টির অবিশ্রান্ত বর্ষণে র শেষে
ভেজা মাটি তার সোঁদা গন্ধে
মাতাল করেছে ভুবন কে।
আমি তখনো তোমার অপেক্ষায়,
তুমি আসবে বলে
আমি ঝরের বিভীষিকায়
লুকিয়ে রাখিনি নিজেকে।
অবিশ্রান্ত বর্ষণে পথ চেয়ে
ছিলাম অপেক্ষারত,
তোমার জন্য ভোরের আকাশে
সূর্যের সোনালী রেখার স্পর্শে ,
ভেজা মাটির সোঁদা গন্ধে
এখনো আছি পথ চেয়ে-
কবে তুমি আসবে বলে।