আজ ভোর হলো
সকাল হলো
সূর্যের আলো আবার দেখা দিলো
মনের অন্ধকার নিভিয়ে দিয়ে গেলো
কিন্তু এ অন্ধকার রোজ যায় রোজ আসে
একা সূর্যের আলো রোজ চেষ্টা করে
কিন্ত ও যতই শক্তিশালী হোক না কেনো
আমাদের কাছে ও একদমই নগন্য
ওর একই কিরণ আমাদের রোজ মন ছুয়ে বেরিয়ে যায়
আর আমাদের অজস্র বিকিরণ আমাদের মন ছুয়ে থেকে যায়
বিকিরণ হয়ে যায় বিনোদন, বিনোদন হয়ে যায় বিহরণ
বিহরণ হয়ে যায় হতাশা
আমরা ডুবে যাই তাতে, চলতে থাকি আরও ওতলে
অন্ধকার ওতল , শুধু নিকস কালো অন্ধকার
যেখানে সোনালী কিরণ আর আসে না
শুধু কালো কালো মুখোশ, কার কখন খসে পরবে
সুধু সেই জানবে
আমরা হারিয়েই যাবো
অনন্ত দিগোন্তের পথে
যে পথের নেই কোনো সোনালী সূর্যের সোনালী আলো.
যে আমাদের মুক্তি দেবে
যে আমাদের আলোর জগতে ফিরিয়ে আনবে
যে আমাদের আবার বাচতে শেখাবে
শেখাবে আবার মানুষ হতে.