এখন ভালোবাসা ওনেক সহজ
আর দরকার পড়েনা প্রেমের সেই পুরনো কাগজ
এখন ভালোবাসা ওনেক তথ্য প্রযুক্তি নির্ভর
এখন ভালোবাসার আগে আর হয়না ভাললাগা
এখন ভালোবাসা হ্য় উন্নতো বুকের লোলুপ চাহনীতে
এখন ভালোবাসা হয় খোলা পীঠের স্পর্শে
ওন্তরের কথা আর বেরই না কবিতা হয়ে
মন খারাপ করে না আর না দেখা হলে
ওঠেনা হাতে আর গোলাপ, দেখা যায় না আর ঘনো কালো চুলের খোপাতে
এখন ভালোবাসা শুরু হয় বিছানার শয্যাতে
আর শেষ ও হয়ে যায় ভোরের আলো ফুটতে ফুটতে
কারন ভালোবাসা এখন নয় আর জীবন  
এখন ভালোবাসা হয়ে গেছে কামণার আগুন