আমার স্বপ্ন


কাল রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম,
আমি বন্দুক হতে ওদের ঢেরায়|
ওরা টেরিই পেলোনা
ওরা এখন আমার বন্দুকের নিশানায় |
একসাথে চারটে গোল হয়ে বসে,
কাল এসেছিলো পালিয়ে ইস্কূল শেষে |
মেরেছিলো খান কুরি বাচ্চা
না তাতে আমার টা পড়েনা |
তাতে কী , সবাই তো আমার মতো
ভাগ্যবান হ্য়না|
তবে কেনো এসেছি আমি ওদের মারতে
এ কি আমার সারা দিনের ভাবনার ফসল|
বাচ্চা গুলো মরার পর কতো আলোচনা
কতো চিৎকার কতো যন্ত্রণা ,
কতো প্রতিবাদ কতো কান্না
কিন্তু আমি তো ভাগ্যবান
আমার সন্তান যায়না ওই ইস্কুলে,
সে এসেছে ফিরে তার মায়ের কোলে |
বেদনার স্বপ্নে ওদের দেখি
স্বপ্নতেই ওদের শেষ হতে দেখি |
কারণ স্বপ্নে আমি সব পারি,
ওদের মারতে,দেশের নেতা হতে
দেশের নোংরা আবর্জনা দূর করতে |
কিন্তু না , সকাল হলেই ওটা আবার সেই সপ্নই থেকে যায়,
দিন শেষ হয়ে রাত আসে , আমি বিছানায় যাই চলে
কারণ সপ্নটা আমার সেই বিছানাতেই আসে|