রায় দিলো বিচারক,
ফাঁসি ও যাবোজ্জীবন,
আমি হতোভাগা
শূন্য দৃষ্টিতে চেয়েছি ওদের পানে,
মনে আবার প্রশ্ন জাগে-
কেনো নিলি ওর প্রাণ এমন ছিনিমিণী করে|
মুখচোরা , লাজুক , ঘর জুড়িয়ে থাকতো সবার সাথে,
জুড়ে ছিলো মোর প্রাণ , ওর জীবনের সাথে|
হতাশার জীবন, দিন আসে রাত যায়
ওপরআলার কাছে আর চাই না জানতে,
কার ভুলে আমার আমার বুকের তৃষ্ণা শুখায়|
তোরা পাশবিক, তোরা নর খাদোক,
সুখের শাস্তি দিলো তোদের বিচারক,
জীবন ভোর দিবি কাটিয়ে , ওই গারোদের ভিতর
ফাঁসিতে ঝুলে পারি দিবি ওই ভুবনের পার|
আমি থাকবো পরে
এই পোরামাটির দোরে|
এই জীবনে ছিলো এক মেয়ে
হারিয়ে গেছে , কতো বেদনা পেয়ে,
বুকের এ গভীর যন্ত্রণা
অমর্ত্যু যা ফুরবে না|
তবু যদি পারি আমি
এ যন্ত্রণা নিয়ে বুকেতে
শপথ করবো সবাতে মিলে,
এই সুন্দর ভুবনের অলিতে গলীতে
পৃথিবীর কোনো প্রান্তে-
আমার তোমার মা বোন বা কোনো একাকিনী
জেনো দেখতে না পায় আরেকটা কামুদিনী|