যদি বিদায় বেলা এসে হাজির হয় শিয়রে,
যদি অসমাপ্তো কাজ থাকে পরে অবহেলায়,
আমি তবু বলবনা তোমাকে ,আমায় অমরত্ব দাও|
আমি চাই না , থাকতে বেঁচে
এ জরা জীর্ণ , পঙ্গুত্তের সংসারে ,
আমি চাই না , আরও ঘন কালো অমানিষার বন্ধনে নিজেকে বাধতে,
চাই না আর এই শিরার বহিতো লাল রং কে আরও কলুষিতো করতে,
প্রতিবাদ হীন জগতে, প্রতিবাদ করার ভাষা হারাতে|
ওপরের ভুবনে , কী আছে নেই জানা আমার
তবুও হয়তো কিছু ভাষা আছে , আছে কিছু মানুষ ভাললাগার,
যদি দেখা হয় , এমন কারুর সাথে
আমি শপথ করছি , কখনই বলবনা তাদের
আবার মানুষ হতে|