তুমি এলে, এক শীতল হাওয়া নিয়ে,
তুমি দিলে আমার মন ভরিয়ে,
তোমার ভালোবাসার স্পর্শে |
তুমি এলে -
আমার চেনা সেই সবুজ শাড়ি পরে,
আমার ভালোলাগার লাল বন্ধনী -
তোমার খোপাতে নিয়ে|
তুমি এলে এক , মিষ্টি বাতাসের হাত ধরে,
মিষ্টি সুবাস নিয়ে|
তোমার হাতের স্পর্শ, আর তোমার মুখের হাসিতে,
ভালোবাসায় করেছি বন্দিতো নিজেকে|
তোমার আলিঙ্গন, তোমার দুষ্টু মিষ্টি চাহনী,
ছুয়ে গেছে মন, করেছে আমাকে আরো সাহসী|
তোমার উষ্ণও আহ্বান , তোমার আগুন ধরানো যৌবন
জ্বালিয়েছে আমাকে , মনে এনেছে ভালোবাসার আগুন|
কিন্তু সেই তুমি-
হারিয়ে গেলে , ব্যার্থ বানিয়ে আমাকে
তুমি চলে গেলে , পাষাণ হৃদয় নিয়ে,
তুমি চলে গেলে, আমার স্বপ্ন চুরমার করে দিয়ে,
তুমি চলে গেলে ভালোবাসার আগুনের তাপ উত্তাপ নিয়ে|
ভেবেছিলে , ভালোবাসা শুধু বিছানার খেলা,
সুধু উত্তাপ আর উষ্ণতার বন্ধন-
তুমি ভেবেছিলে ভালোবাসা সুধু নিরেট মস্তিস্কের আবুঝ যাতোনা,
কীন্তু জানোনি , জীবনে তোমাকে না পাবার কী যন্ত্রণা|
তবে মানিনি আমি হার, এখনো রঙ্গিন স্বপ্নের আশায় বুলি জাল,
তুমি আসবে ফিরে , হ্য় আজ নয়তো কাল|