বেজে গেলো ভোটের দামামা,
সবাই বলছে আমাকে দাও, আমাকে,
কিন্তু আমি বলছি, দিয়োনা আর কাউকে
এসে গেছি আবার আমি, সবাই কে দেখো টপকে|
তোমার নোংরা নর্দমা থেকে , গলির কাঁচা রাস্তা
এবারো তুমি রাখতে পারো আমার ওপর ভরসা|
দেখো আমি রোদে ঘুরে, ঘামে ভিজে
জানা অজানা পথ আর কতো বাড়ি ঘুরে ঘুরে
করছি ভোট ভিক্ষা,রাগ কোরনা,
সত্যি বলছি,
পাঁচ বছরের আগে আর আমি আসবোনা|
বলতে পারো নর্দমাটা সেতো কাঁচা সেই গত বছর দশেক ধরে,
আরে বাবা, ঠিক করলে , তোমার কাছে আসবো আর কী করে|
তুমি বলবে কাঁচা রাস্তা, সেতো ঠিক ছিলো ,
গত বারের বর্ষায় হটাৎ তা ভেঙ্গে গেলো|
আরে বাবা , ভাঙ্গা রাস্তা , সেতো আশীর্বাদ
আবার গড়বো, ভাঙ্গবে আবার, সেটাই তো আমাদের কাজ|
তুমি বলবে আর কত দিন, চলবো আমরা এই ভাবে
কতো নতুন প্রতিশ্রতি, তোমাদের কাগোজেই থাকে পরে|
আরে বাবা , তুমি কী জানোনা, এটা তোমার আমার দেশ,
ভোটের আগেই সব কিছু, ভোট গেলেই সব শেষ|
তাই তো বলছি, বুদ্ধির গোড়ায় দিয়ো না আর ধোয়া,
ছোট্ট মাথা, তাতে নিয়ো না অতো চাপ
এই দেখ, আমার প্রতিক, এতেই দিয়ো তোমার ছাপ |