আমি চিৎকার করেছিলাম,
তোমরা কেউ শুনতে পাওনী,
আমি ভয়ে কুকরে উঠেছিলাম
তোমার কেউ দেখতে পাওনী|
এক দানবের কাছে হারচ্ছিলাম নিজেকে,
পাশে পাইনি তোমাদের কাউকে|
শরীরের সর্বশক্তি দিয়ে,চেয়েছিলাম বাধা দিতে
পারিনি তা, পেয়েছিলাম ভয় ওই দানবের লোলুপ দৃষ্টিকে|
রক্ত মাখা শরীর দেখে পাইনি ও ভয়,
ওর রক্ত মাখা চোখে দেখেছিলুম অতিদানবীয় এক জয়|
আমার শরীর , আমার মন, সব হরণ করে
আমি এখন এক ধর্ষিতা ওর বাহুর জোরে|
হ্য়তো কাল পাবে খবর আমাকে নিয়ে,
ঝাপ্সানো মুখ, হয় টিভি , নয়তো খবরের কাগজে|
আমি হবো তোমাদের দিবা রাত্রির আলোচনা,
কেউ দেবে দোষ , কেউ বা বলবে আমি চরিত্রহীনা|
ধর্ষক রয়েযাবে চোখের আড়ালে, আর আমি রইবো ভাগ্যহীনা|
আবার যাবে একদিন সব ভুলে,
হবে আবার আলোচনা,
যদি আমি দুনিয়া ছেড়ে যাই চলে|
আবার উঠবে ঝড়, যেদিন আবার হবে কেউ ধর্ষীতা,
তোমরা আবার সেই, জেগে ঘুমবে-
আর উলটাবে খবরের কাগজের পাতা|