একবার ইচ্ছা হলো হারিয়ে যাই,
কিন্তু কোথায়?
ঘন জঙ্গলে , যেখানে সুধুই সবুজের সমাহার,
ধীরে বয়ে চলা কোনো এক অজানা নদীর বাহার।
যেখানে অফুরন্ত প্রাণের দুরন্ত দামাল
না, পারবো না যেতে হারিয়ে
ওই নিষ্পাপ জগতের মাঝে
এই পাপের বোঝা নিয়ে।
সেখানে আমি হবো খুব অপ্রাসঙ্গিক
আমার লোভ লালসা যেখানে শুধুই প্রতিক।
তবে কোথায় হবে আমার ঠিকানা
ওপরের নীল আকাশের মাঝে
নাকি অশান্ত সমুদ্রের বুকে।
যেখানে নীল জলরাশি করে আপন মনে খেলা
যেখানে বসে প্রকৃতির আপাত শান্ত প্রাণীদের মেলা।
কিন্তু ওখানে আমার স্থান পাওয়া শক্ত
ওরা যে মানুষের রক্তের স্বদে নিজেরাই রক্তাক্ত।
তবে কী সুদূর মরু প্রান্তরে যাবো হারিয়ে
যেখানে কেউ নেই, নেই সেই দুরন্ত দামাল বা আপাত শান্ত প্রাণী
আছে শুধু প্রকৃতির রোষ আর অমোঘ মৃত্যুর হাতছানী ।