ঝলসানোর আগে , যখন আমার হাসি
তোমার হৃদয়ে নিয়ে আসতো ভালোবাসার স্পন্দন
আমি বাঁধা দিয়নি তোমাকে ,
তুমি স্পর্শ করেছ, শিহরিত হয়েছে আমার যৌবন।
আমি লজ্জায় রাঙা হয়েছি
ভালোলাগায় আপ্লুত হয়েছি
তোমার কানে ফিসফিস করে বলেছি তুমি আমার, শুধুই আমার।
কিন্তু কোন এক অজানা কারনে,
কোন এক বিভীষিকাময় অন্ধকারে ঝলসে গেলাম আমি,
তোমার হাতে, তোমার অবুঝ মনের কাছে
তোমার অজানা ক্রোধে, অভাঙ্গা বিশ্বাসে।
একমুঠো ফুলের বদলে ঢেলে দিলে তরল গরল
আমি আবার শিহিরিত হয়েছি ,
তবে তা ভালোলাগায় নয়,
এক অস্বাভাবিক তীব্র দহনে,
সামনে দেখেছি জীবন্ত মৃত্যুর ভয়।
আমি রাঙা হয়েছি আবার, তবে লজ্জায় নয়
জলন্ত মাংসপিণ্ডের অসহ্য যন্ত্রণায়।
তাও ফিসফিস করে বলেছি
ভালোবাসি তোমায়,এখনো ভালোবাসি ,
এ রুপ , এ যৌবন ছিল যা তোমার , এখনো আছে তোমারই
শুধু যে ভালোলাগা ছিল তোমার চোখে
আবার খুঁজবো সেটাই আমি , যদি ফিরি বেঁচে
তোমারই পাঠানো মৃত্যুর দূতের থেকে।