পদার্থ,রসায়ন বিক্রিয়া করে
অর্থনীতি, হিসাবের জ্ঞানন নানা তত্ত্ব
ভিতর বলে একটাই বাক্য সত্য
বরন করে নিয়েছি, হে তোমায় বেকারত্ব।


পিতামাতা অার নিকট গুরুজন
পাড়া-পড়শীর মুখে একটাই ভজন,
কবে তুমি বাছা কর্ম পাবে অাছা,
বিলাবে তোমার অাপন সৃজন।


একটা চাকুরী, অাজ তোমায় খুজতে
মানিয়েছি এ প্রান, ইট পাথরের দেয়ালে
কষ্ট ভরা বিড়ম্বনা বুকে চেপে
একটু করে হাল ধরেছি,স্বপ্নপালে।


বেকারত্ব তুমি সেভিং ক্রিম ছেড়ে
রেজার কাটে সাবান মাখিয়ে মুখে,
পাঁচটা শ্যাম্পুর পাতা টিপে হয়রান
একটুখানি বেড়োয় যদি টাকার দুঃখে।


পাশের ভাইকে বিনয়ী ভাবে বলে উঠি
হবে নাকি ও ভাই, পাঁচশত টাকা
সামনের মাসেই ফেরত পাবেন,নিশ্চয়
অাবেদন করবো, ফেরাতে ভাগ্যের চাকা।


দেশের প্রতিটি শিরা উপশিরায়
ছেয়ে অাছে দংশনভরা কালো হাত,
কোটি স্বপ্নের কবর রচনায়
চোখ দিয়ে ঝরছে অঝর জলের প্রপাত।