মাগো আবার যদি আসি
জারুল গাছের  ডালের ফাকে হব
শুক্লা দ্বাদশীর শশী।
নিশূতি রাতে বাজবে বাঁশি
দুয়ার খানি খুলে ,
আবার যদি আসি মাগো দেখব
নয়ন মেলে।
আকাশের নীলে ভেসে রব মাগো
আমি সাদা বক পাখি,
আসি যদি আবার এই বাংলায়
আমি ভোরের পাখি।
আবিরের রঙে রাঙা হবে বিকেল
গোধুলির মায়া আলো,
মাগো সেদিনো তোমায় এমনি করে
বাসিব আমি ভালো।
কাঁঠালের সবুজ পাতার ফাকে
আমি দোয়েল পাখি ,
শরতের রোদে পরায় কেগো
এমন মায়া রাখি।
নিশুতি রাতের বাঁশের বাঁশরী
বাজে যখন সুরে,
আমি আসব আবার শ্রাবন শেষে
ভাদর ভরে।
দুপুর  বেলায় ঘুঘুর ডাকে ক্লান্ত
দেহে বসি ,
আসব আমি দোয়েলের ডানায়
দখিনা বাতাসে ভাসি।


মাগো আবার যদি আসি
শ্রাবনের শেষ বরষায় আমি
করিব ভাসাভাসি।
মাগো আবার যদি আসি
কার্তিকের ধানের মঞ্জুরীর মাঝে
উঠিবে রাতের শশী।
দেখিব চাহিয়া অবাক নয়নে
একা আনমনে বসি ,
মাগো আবার যদি আসি।