কে তুমি? শোনাও আজানের ধ্বনি
তিমিরি এই রাতে,
অন্তর আজি ভরে ওঠে বারে
জল ভরে আখি পাতে।
তোমার আজানের ধ্বনি মোর
কি বল কহিতে চায়?
বলিছে বারে ডাকি হে মুসাফির
এ ধরা তোমার নয়।
এই তো তুমি এসছে ভবে
চলে যাবে দুদিন পর,
কেন তবে হায় কাদিছ নিতুই
বাধিয়া বাসর ঘর।
কোথায় তোমার আপন নিবাস ?
কোথায় আপন বাড়ি?
বিশ্ব বিভুর ডাকে একদিন
চলে যেতে হবে সব ছাড়ি।
নশ্বর এই ধরার মাঝে
সকলি মিছে মায়া ,
কেন তবে হায় তার লাগি মিছে
ক্ষয়িছ কেন কায়া?
একান্ত মনে ডাক তারে হায়
চাও তো তুমি ক্ষমা,
জীবনের প্রতি পরতে পরতে
করেছ যে পাপ জমা।
ডাক সকলে ভাই ভাই আর
করো না বিভেদ তুমি ,
ভরাও তোমার অন্তর আজিকে
পুন্য মায়ার ভুমি।