আমি এসেছি আবার বরষা পেরিয়ে
শরতের নীল আকাশ হারিয়ে
এসেছি নবান্নের ঘ্রান নিয়ে আমাতেই অনন্ত
এসেছি তোমার দুয়ারে সেই সে হেমন্ত।
দুর্বা ডগার শিশির কনা
মিটিমিটি জ্বলে বারে ,
তাহার চোখেতে কি যে সুখ
বোঝাব কেমন করে।
নিঝঝুম রাতে ঝিঝির ডাকে
পুবের পুকুর ধারে,
গাহে গান কোন ডাহুক পাখি
ছন্নছাড়া সুরে।
নীলাকাশে আজ সাদা মেঘের
নেইকো লুকোচুরি,
চলে গেছে কোন সুদুরে
দেখিতে নাহি পারি।
নতুন ধানে হবে নবান্ন
নানান পিঠেপুলি,
ভাবিতে এক্ষণে জিভের কোনে
জল এসেছে চলি।
বক পাখিরা ফিরছে নীড়ে
দেখতে এস ধীরে,
ধীরে বহিছে শান্ত বাতাস
আমার আপন নীড়ে।