আমি আধার রাতে ঘুম ভাঙা এক
মুক্ত সুরের পাখি,
কে ?বাধিতে চাও আমার গলাতে
বেদনার রাঙা রাখি।
আমি তো চলি উদাস ফাগুনের
মন ভোলানো সুরে ,
কেন ফেলিতে চাও আমারে তুমি
দুর হতে বহুদুরে?
কাহার নয়নে বহিছে এখন
শীতের কুজ্ঝটিকা?
আধারের মাঝে হবে বোধ হয়
আলোর যবনিকা।
তবুও আমি গাহি গান মোর
আপন ভুবন সুরে,
কে গো তুমি চাহিয়াছ একা
আমার পথের ধারে?
যদি না জাগে আধার রাতে
একাকী মায়া শশী,
বাতায়ন পানে চাহে যদি কেহ
অলিন্দ কোনে বসি।

মেলিব আবার মুক্ত ডানা
নীল আকাশের নীলে ,
দেখিব তোমার অব্যাক্ত হৃদে
জীবন নদীর কুলে।