আমার এ কবিতা পড়িও তুমি
ক্লান্ত অবসরে,
পড়িও একটু সময় করিয়া ঘুম ভাঙা
এক ভোরে।
পড়িও মোর কবিতাখানি
ক্লান্ত বিকেল বেলা,
যদিও তখন মোর দুনয়নে
উদাস মেঘের ভেলা।
য়খন নিশুতি রাতের পাখিরা
ক্লান্ত ডানায় কুলায়,
রাতের আধারে কালো ঘন মেঘ
গগনের এক কোনায়।
সেই ক্ষনে এক মুগ্ধ নয়নে
পড়িও কবিতাখানি
জীবনের ঘোরে যদিও তখন
আধারের কানাকানি।
বিমুর্ত রাতে শরত জোসনা
যখন আঙিনা পারে,
তখন আমার কবিতা খানি
পড়িও আপন সুরে।
ফুলের বাসরে যখন নিশুতি
রাতের পাখিরা গায়,
উদাস জোসনা তখনি আমার
কবিতায় কথা কয়।


জানিনা কখনো পাবে কি সময়
এই কবিতার তরে?
জীবনের গান ভেসে গেছে কবে
অজানা গহীন ঝড়ে।
যখন রাতের তারারা
কথা কয় মোর সাথে,
তৃষিত হিয়া কাদে ক্ষনে ক্ষনে
নিঃশব্দ বেদনাতে।
তখন তুমি শুনিও আমার
ঝরা ফুলে লেখা গান,
ভুলিও না তুমি যত ছিল
মোর বুক ভরা অভিমান।
আমার গানের সুরের পশরা
আজি সকলি তোমার তরে,
শুনিও আমার গীতিখানি
তুমি একান্ত অবসরে।