কোথায় তোমার আনন্দ আর
কোথায় তোমার হাসি ?
কোথায় তোমায় সপ্তডিঙা
বেদন রাশি রাশি?
কোথায় তোমার স্বর্গ নরক
কোথা্য় কাদা হাসা,
কাহার মুখের স্বর্গ সুধায়
জীবন জলে ভাসা?
কেমন করে কাটে তোমার
সারা দিবস যামিনী?
কাহার মুখের হাসির ছন্দে
ফোটাও কুসুম কামিনী?


কোথায় তোমার ক্রন্দন ধ্বনি
রাতের আধার শেষে,
কেমন করে উঠে কলরোল
অনিল ভালোবেসে?
নীলাঞ্জনার নীল আচল খানি
জড়ায়ে সকল সুধা,
তাহার পরশে মিটে যায় সকল
জীবন মৃত্যু ক্ষুধা।
কোথা সেই নীলাঞ্জনার নীল নীল-নয়ন
কোথা তার বেদন রাশি,
কোথা দুর জলে ভেসে যায় তার
মিছে মায়া ভালেবাসি?
কোথায় তোমার আনন্দ বিষাদ
কোথায় সুখের পরশ ?
কেন তার এই মিছে  ভালোবাসা
শূষ্ক ধরা নিরস?