কোথায় তুমি আছ প্রিয়
কোথায় তোমার বাস?
কোথায় তোমার শেষ ঠিকানা
কোথায় দীর্ঘশ্বাস?
কোথায় তোমার নিশুতি রাতে
জ্বলে ওঠা ধ্রুবতারা?
কোথায় ফোটে রঙিন গোলাপ
সুবাসে পাগলপারা?
কোথায় তোমার মোহন বাশি
বাজে অচিন সুরে?
শুনিনাই তারে কখনো আমি
উদাসী রাতের ধারে?
কোথায় তোমার মর্মবেদনা
যেথায় উদাস পাখি?
কোথায় শরতের রবির আলো
কোথায় মিলন রাখি?
কোথায় তোমার রঙিন চুড়ির
মনকাড়া রিনিঝিনি ?
কোথায় তোমার এলোচুল মাঝে
সপ্তপ্যাচের বেণী?


তোমারে আমি খুজে ফিরি ঐ
শরত রাতের তারায়
খুজে ফিরি তোমারে মাধবী রাতে
মায়াবী জোসনাধারায়।
কোথা আছ দেখা দাও তুমি
একটি পলক তরে
করিব আশীর্বাদ সুখে থেক এই
আমার প্রানটি ভরে।