বাংলা আমার মাতৃভুমি বাংলা্ আমার দেশ ,
ধন্য হলো পুন্য জনম আছি ভালোই বেশ।
এই দেশেরই মলিন ধুলো পথের কাদামাটি,
ঘুচায় মনের আধার কালো নদীর উজান ভাটি।
দিনের শেষে চাঁদের সাথে নব জোসনার আলো  ,
সুয়োরানী আর দুয়োরানীর গল্পটা বেশ ভালো।
বাংলা  তোমার দেশের মাটি মায়ের মত আপন ,
তারেই নিয়ে দিবা রাতি দেখি সুখের স্বপন।
কুল ভাঙা নদী মিটায় তৃষা তাহার মিঠা জলে ,
মায়ের কোলে শিশুর হাসি –টিপ দেয় শশী ভালে।
এক জনমে না মিটিবে তৃষা তোমার রুপটি দেখে,
দেখি যেন মা তোমার সেই রুপ ভোরের আলো মেখে।
বোশেখ মাসে কাল বোশেখী ঝড়ের আধার রাতে ,
জৈষ্ঠ্যের মিঠা আমের গন্ধ পাই যেন ভাই তাতে।
আষাঢ় মাসের ঘন মেঘে যখন আধার কালো,
জন্মভুমি মাগো আমার তখনো বাসি ভালো।
শ্রাবনে মাগো অকুল ধারায় যখন বারি ঝরে ,
মাগো তোমায় ভালোবাসি বুঝাই কেমন করে।
ভাদ্র মাসের ভরা রাতে তোমার মুক্ত শশী,
আশ্বিন মাসের দীঘল রাতি সেতো তোমার হাসি।
কার্তিকের নতুন ধানে কৃষকের শত সুখ,
অঘ্রানে মাগো চোখ মেলে দেখি তোমার মায়ামুখ।
পউষ মাসের শীতের বুড়ি থুরথুরে সে একা,
মাঘের কঠিন শীতের তোমায় পাই মা দেখা।
ফাগুন মাসে কত খুশি চেয়ে দেখ মা আমি ,
চৈত্র মাসেও তুমি আমার পুন্য মাতৃভুমি।