আজি নিশি ঘোরে রুদ্ধ দুয়ারে
শুনি তব পদধ্বনি,
কোথায় আছ ?কেমন আছ?
তাহা তো নাহি জানি।
জানিনা কেমনে কাটে তব দিবা-
আধারের ঘন নিশি ,
কেমনে কাটে বসন্তের গানে -
উদাসী রাতের শশী।
পুরনো অনিলে লাগে কি আর
আবেগী কোন ছোঁয়া,
জীবন প্লাবনে বহিয়া চলেছে
নিঃস্তব্ধতার কালো ধোঁয়া।
অরুন রাগে রাঙে কি আবার
প্রভাত বেলার ক্ষণ ,
জীবনের সকল আলো ফুরায়
আধারে তনুমন।
নিরজনে বসি একা একা আর
ক্লান্ত বিকেল বেলা,
সকল দুয়ার বন্ধ হয়েছে
শুন্যতায় ভরা মেলা।
আহত আশা কাঁদে বারে বারে
শুন্য পথ চেয়ে,
শুকনো ফুলেরা রুদ্ধশ্বাসে-
উঠে বারে বারে নেয়ে।
অবাধ্য আধার পাশ কাটায়ে যায়
অপুর্নতার ভরা ছোয়া,
রাতের নিরলে একা বসি জাগে
নীল নীল চাঁদোয়া।