না যদি মেলে রঙিন ডানা
অচিন প্রজাপতি,
মুছে যা্য় যদি সকল আলো
নেমে আসে ঘন রাতি।
ফুরায় সকল দিবসে লেনা
ফিরে যায় পাখি কুলায়,
বিমুগ্ধ রজনী ভরে ওঠে শুধু
আঁখি ভরা লোনা ফেনায়।
তীব্র নিশাসে দংশে যদি
নীল মনির আশীবিষ ,
কাদে যদি সব অব্যাক্ত ব্যাথা
আধারে অহর্নিশ।
সিক্ত হয় আধারের সকল
তারাদের অঞ্জলি,
মুছে ফেলে যত বিষাদের হিসাব
একান্তে নিরিবিলি।
বাঁশরী বাজায়ে যে কথা বলিতে
তাহাদের পদধ্বনি,
ফেলে যায় শুধু বিদগ্ধ ব্যাথার
একান্ত আনমনে ই।


তখনো রব দাড়ায়ে আমি
আঙিনার জোসনাধারায়,
এস তুমি দুয়ার খুলে
তাহারি অলিন্দ কোনায়।