সাঁঝের আলো মলিন হলো
জীবনের গহন পথে ,
তৃষাতুর আখি মেলে দেয় ডানা
শুন্য মনোরথে।
আবিরের রঙ ফিকে হয়ে আসে
তমসার ঘনঘোর
ভেঙে গেছে হিয়া, কেদে যায় পাপিয়া
বন্ধ হলো দোর।
নিশি রাতে ডাকে ডাহুকের কন্ঠ
ক্ষনে ক্ষনে কাপে বুক ,
বুঝি নিশিদিন এমন অমলিণ
ঘর ভাঙা কোন দুখ।
ভেঙে গেছে বাসর, চলে গেছে দোসর
কোথা তার ভাঙাঘর
ভাঙনে ভেঙেছে বেধেছিলেম যেথায়
নোনা বালির ঐ চর।
মোহন বাঁশরী আর সে বাজে না
আপন মনের সুরে
চলে গেছে যে ছাড়ি করি মোরে একা
দুর হতে বহুদুরে।
এ মায়া সাঁঝে বসি আকাশের পানে
অনন্তের মায়ারেখা
কেবল সেক্ষনে পড়ে শুধু মনে
ললাট কঠিন লেখা।
এ সাঁঝে আসি বারে বারে মোর
হৃদয়ের অকুল বাসে
দেখি নদী কুলে হাসে আর দোলে
সাদা সেই ফুল কাশে।


ওগো মোর বিরহী সাঁঝ
আর এসোনা তুমি
ভরাইওনা আর বিচ্ছেদের তরে
হিয়ার তৃষাভুমি।
যে বসন্ত গেছে দুর বনেতে
আর এনোনা ডেকে
সাজবো না আর হিয়া কল্লোলে
আবিরের রঙে মেখে।