তোমারো আঁখি হারায়েছে যে আলো
সুপ্ত আধার পথে,
সেথায় আমার বিমুগ্ধ বেদনা
অশ্রুর ধারাপাতে।
পরানে ভরিয়া গাহ যে গান
নিশীর তমসা ঘোরে,
আমি বাধি সেই গান আমারো পরানে
শুন্য দু বাহুর ডোরে।
তোমারো আকাশে না হলেম তারা
রইলে তাকিয়ে উদাস,
কৃষ্ণ কেশেতে জড়ায়ে রব
বেদনার নাগপাশ।
মহাকালের সব কবিতা রচিব
তোমার ভ্রমর আঁখি,
পরাবো দীঘল বাহুতে আবার
মিলন মালার রাখি।
উঠিবে তুমি আমার আকাশে
আধখানা চাঁদ হয়ে,
যদিও মোর শুন্য পৃথিবী
পড়িছে ক্ষয়ে ক্ষয়ে।