বেলা শেষে বসি -একা একা আজি
ক্লান্ত সাঁঝের বেলা,
আসিবে এখনি অকুল আধার
জীবন সায়াহ্ন খেলা।
লেন দেন সব ফুরাবে এখনি
সকলি হবে শেষ ,
জীবনের রঙ ঘুচাবে এবার
নাই তার কোন লেশ।
তপনের আলোয় জ্বলিবে না আর
ঝিকিমিকি জল নদী,
ভুবনের সব মান অভিমান
পড়ে রবে নিরবধি।
তৃষিত নদী কুলে কুলে তার
ভেসে যাবার সেই খেলা,
সকলি ফুরাল রিক্ত আধারে
ভেঙেছে ফুলের মেলা।
ছিল কত আশা বুক ভরা ভাষা
এখন কেবলি মিছে,
ছিল যারা বান্ধব চলে গেছে কোথা
কেঁদেছি শুধু পিছে।


আজি নেই কেহ আমার সমুখে
দুকুল ভরি আধার,
চলে যাব একা সকলি ছাড়ি
নাহি আজ কোন বাধার।